আমায় চরণ-ছাড়া কর না হে দয়াল হরি।
পাপ করি পামরা বটে দোষ দিই তোমারি।
অনিত্য সুখের সর্ব ঠাই
তাই দিয়ে জীব ভুলাও হে গোসাঁই
চরণ দিতে কেন তবে কর হে চাতুরী।
চরণ পাবার যোগ্য আমি নই
তবু মন রাঙা চরণ চায়
দয়াল চাঁদের দয়া হলে যেত অনুসারী।
ক্ষম অধীন দাসের অপরাধ
শীতল চরণ দাও হে দীননাথ
লালন বলে, ঘুরাইও না হে কবুলকারী।।

————
বাউল কবি লালন শাহ, পৃ. ১৫৪, ৩০৩ (এখানে ভনিতার শেষ চরণে ‘কবুলকারী’ স্থলে ‘মায়াকারী’ কথান্তর আছে।

<

Lalon Fakir ।। লালন ফকির