তুমি যে আমার, ওগো তুমি যে আমার
কানে কানে শুধু একবার বল, তুমি যে আমার।।


আমারই পরাণে আসি,
তুমি যে বাজাবে বাঁশি,
সেই তো আমারই সাধনা, চাইনা তো কিছু আর।।


তুমি যে আমার দিশা, অকুল অন্ধকারে
দাও গো আমারে ভরে, নীরব অহংকারে।।


জীবন-মরণ মাঝে,
এসো গো বধূর সাজে।
সেই তো আমারই জীবনে, তোমারই অভিসার।

Gauriprasanna Mazumder ।। গৌরীপ্রসন্ন মজুমদার