চম্পা চামেলী গোলাপেরই বাগে,
এমনি মাধবী নিশি আসেনি তো আগে ।।


চাঁপার আতর মেখে কোয়েলা উঠিছে ডেকে
পিউ কাঁহা পিউ কাঁহা ভরা অনুরাগে ।।


যত কথা প্রাণে ছিল গীতি হয়ে যায়
সুর যেন মালা হয়ে কন্ঠে জরায়


হৃদয়েরও কুঞ্জ মাঝে রাধার ও নুপূর বাজে
জীবনের ও মধুবনে মধুঝতু জাগে ।।

Gauriprasanna Mazumder ।। গৌরীপ্রসন্ন মজুমদার