সোনার নামে নাম দিল কে ও সুন্দরী
রূপের গুণে রূপ হয়েছে অপ্সরী
আহা, মরি-ই মরি-ই  আহা মরি মরি


নীলকন্ঠ পাখীর পালক খোঁপার বাহারে
বিজুলির ঝিলিক লাগে মুক্ত মণিহারে |
ফুলের বনে ফুলশয্যার ফুলপরি, রূপের গুণে---


ময়ূর পেখম মন তোমার নাচে সরমে
পলাশফুলের হাসি তোমার আমার মরমে
নীলপদ্ম নেশার নয়ন আকাশ দেখেছে
উধাও মনের হংস দু’টি স্বপ্ন এঁকেছে
আমায় দেখে জ্যোত্স্নাধারা ভুল করে |
রূপের গুণে রূপ হয়েছে--

Pulak Bandyopadhyay ।। পুলক বন্দ্যোপাধ্যায়