প্রিয়তমা,
তুমি কখনো কোনদিনও পুরনো হবেনা।।
আমার প্রতিটি সকাল
তোমাকে আমার কাছে
নতুন করে এনে দেয়।।

বিষন্ন বিকালে তুমি
আমার ব্যালকনি জুড়ে নিয়ে আসো
মায়াবী আলোর উৎসব।।

পুরানো দেয়ালে তুমি
নতুন ফ্রেমের মত
আলোকিত হয়ে ওঠো সহসা।।

————–
সুর, সংগীত ও কণ্ঠঃ আইয়ুব বাচ্চু
কথাঃ লতিফুল ইসলাম শিবলী
এ্যালবাম: একা (১৯৯৯)<

Super User