একপায়ে নুপূর তোমার অন্য পা খালি
একপাশে সাগর একপাশে বালি
আমার ছোট তরী
বলো যাবে কি

বলবো না আকাশের চাঁদ এনে দেব
বলবো না তুমি রাজকন্যা
শুধু জিজ্ঞেস করি দেবে কি পাড়ি
হোক যত ঝড় বন্যা

একপায়ে নুপূর তোমার অন্য পা খালি
একপাশে সাগর একপাশে বালি
আমার ছোট তরী
বলো যাবে কি

নয় মিছে আশা নয় শুধু ভালোবাসা
নই অকারন প্রেমে অন্ধ
জানি তুমি আমি আমাদের তরী
আজও এক বন্ধুত্ব
আমার ছোট তরী
বলো যাবে কি

চাঁদের আলো আজ যদি ভালো লাগে
কাল হয়ে যায় ঝাপসা
আমার এ তরী যদি চলে যায়
ফিরে আর আসবেনা

যত ভালোবাসো তারে
দুরে রয়ে যাবে তা কি তুমি
জানো না

একপায়ে নুপূর তোমার অন্য পা খালি
একপাশে সাগর একপাশে বালি
আমার ছোট তরী
বলো যাবে কি

————–
যাত্রী
স্বপ্নচূঁড়া ১ (মিক্সড)<

Super User