শহরের উষ্ণতম দিনে পিচগলা রোদ্দুরে
বৃষ্টির নিশ্বাস তোমায় দিলাম আজ
আর কিইবা দিতে পারি
পুরোনো মিছিলের পুরোনো ট্রামেদের সারি
ফুটপাত ঘেসা বেলুন গাড়ি
সুতো বাঁধা যত লাল আর সাদা
উড়াই আমার থতমত এই শহরে
রডোডেন্ড্রন
তোমায় দিলাম আজ
কি আছে আর
গভীর রাতের নিয়ন আলোয়
আলোকিত যত রেস্তোঁরায়
সব থেকে উঁচু ফ্ল্যাট বাড়িটার
সব থেকে উঁচু ছাদ
তোমায় দিলাম আজ
পারবো না দিতে
ঘাসফুল আর ধানের গন্ধ
স্নিগ্ধ যা কিছু দুহাত ভরে আজ
ফুসফুস খোঁজে পোড়া ডিজেলের
আজন্ম আশ্বাস
তোমায় দিলাম আজ
শহরের কবিতা আর ছবি
সবই তোমায় দিলাম আজ
—————
মহীনের ঘোড়াগুলি