পদউধ কাক,                     কোকিলের ডাক,
জানাইল রজনী শেষ।
তুরিতে নাগরী,                     গেলা নিজ ঘরে,
বাঁধিতে বাঁধিতে কেশ।।
অবশ আলিসে,                    ঠেসনা বালিসে,
ঘুমে ঢুলু ঢুলু আঁখি।
বসন ভূষণ,                     হৈয়াছে বদল,
তখন উঠিয়া দেখি।।
ঘরে মোর বাদী,                     শাশুড়ী ননদী
মিছা তোলে পরিবাদ।
জানিলে এখন,                    হইবে কেমন,
বড় দেখি পরমাদ।।
চণ্ডীদাস কহে,                     শুনলো সুন্দরি,
তুমি সে বড়ুয়ার বহু।
শ্যামের মোহন,                     গুণের কারণ,
লখিতে নারিবে কেহু।।

————–

কুঞ্জভঙ্গ ।। সুহই ।।

পদউধ – দৈয়াল।
জানাইল রজনী শেষ – পাঠান্তর–“জাগিয়া যামিনী শেষ।”–প, ক, ত।
জানিলে এখন, হইবে কেমন, বড় দেখি পরমাদ – পাঠান্তর–“কানুর পিরীতি, কি জানি হইল, বড় দেখি পরমাদ।।”-প্রা, কা, সং।
বহু – বধু।
গুণের – পাঠান্তর-“মায়ার।” প্রা, কা, সং।
লখিতে নারিবে কেহু – বিভিন্নপাঠ–“রাখিতে না পারে কেহ।।”–প, ক, ত।<

Super User