দুহু মুখ-দরশনে দুহু ভেল ভোর |
দুহু ক নয়নে বহে আনন্দ-লোর ||
দুহু তনু পুলকুত গদ গদ ভাষ |
ঈষদবলোকনে লহু লহু হাস ||
অপরূপ রাধা-মাধব-রঙ্গ |
মান-বিরামে ভেল এক সঙ্গ ||
ললিতা বিশাখা আদি যত সখীগণ |
আনন্দে মগন ভেল দেখি দুহু জন ||
নিকুঞ্জের মাঝে দুহু কেলি-বিলাস |
দূরহি দূরে রহুঁ নরোত্তম দাস ||<
দুহু মুখ-দরশনে দুহু ভেল ভোর
- Details
- Super User
- লিরিক্স
- Category: বিবিধ লিরিক্স
- Read Time: 1 min
- Hits: 101