http://www.youtube.com/watch?v=ZixS0H_3H1s

দখিনা হাওয়া ঐ তোমার চুলে
ছুঁয়ে ছুঁয়ে যায় এলোমেলো করে
কয়েকটি চুলে ঢেকে যায়
তোমার একটি চোখ
আমি ভুলে যাই তুমি আমার নও
আমি ভুলে যাই তুমি আমার নও
তুমি আমার নও আমার নও
আমার নও আমার নও

একাকী নীরবে এগিয়ে পিছিয়ে
চেয়েছি কত বলতে
খুঁজেতো পাইনি না বলা কথাটি
হারানো দিনের গল্পে

শহরতলীতে এমনই রাতে
বেজেছে সানাই কত
সে সুর আজকে স্মৃতির আঙ্গিনায়
বাজবে অচেনা সুরে

—————————–
পার্থ বড়ুয়া<

Super User