মাতা যায় মহাদেবী সতী সাধ্বী সীতা
কবি কান্ত শান্ত দান্ত গৌরীকান্ত পিতা।
প্রভু যার কৌশল্যানন্দন কৃপাবান্
ঘনরাম কবিরত্ন মধুরস গান॥ . . .

শ্রীরাম দাসের দাস দ্বিজ ঘনরাম
কবিরত্ন ভণে প্রভু পুর মনসকাম।
শ্রীরাম পূর্বকে প্রভু গোপাল গোবিন্দে
তথাপি শ্রীরামকৃষ্ণ রাখিবে আনন্দে।
জগৎ জানিল রায় ধার্মিক সুধীর
মহারাজা পূণ্যবন্ত নিষ্পাপ শরীর।
জগৎ রায় পূণ্যবন্ত পূণ্যের প্রভায়
মহারাজ চক্রবর্তী কীর্তিচন্দ্র রায়।
আশীর্ব্বাদ করি তায় বসিয়া বিরামে
কইয়ড় পরগণা বাটি কৃষ্ণপুর গ্রামে।
শ্রীরামের পাদপদ্মে প্রণতি প্রার্থনা
নাথ নিবারিও মোর যমের যন্ত্রণা।
রাজার মঙ্গল চিন্তি দেশের কল্যাণ
দ্বিজ ঘন্রাম কবিরত্ন রস গান॥

সঙ্গীত আরম্ভকাল নাইক স্মরণ
শুন তবে যে কালে হইল সমাপন।
শক লিখে রামগুণ রস সুধাকর
মার্গকাদ্য আংশে হংস ভার্গব বাসর।
সুলক্ষ বলক্ষপক্ষ তৃতীয়াখ্যা তিমি
যাম সংখ্য দিনে সাঙ্গ সঙ্গীতের পুথি॥<

Super User