রাই, আজু কেন হেন দেখি।
আঁখু ঢুলু ঢুলু,                 ঘুমেতে আকুল,
জাগিয়াছ বুঝি নিশি।।
রসের ভরেতে,                 অঙ্গ নাহি ধরে,
বসন পড়িছে খসি।
স্বরূপ করিয়া,                 কহনা আমারে,
মনের মরম সখি।।
এক কহিতে,                 আন কহিতেছে,
বচন হইয়া হারা।
রসিয়ার সনে,                 কিবা রস রঙ্গে,
সঙ্গ হয়েছে পারা।।
ঘন ঘন তুমি,                 মুড়িতেছ অঙ্গ,
সঘনে নিশ্বাস ছাড়।
স্বরূপ করিয়া,                 কহনা কহসি,
কপট কেন বা কর।।
ভালের সিন্দূর,                 আধেক আছয়ে,
নয়নে আধ কাজল।
চাঁদ নিঙ্গাড়িয়া,                 এমন করিয়া,
কেবা নিল এ সকল।।
চণ্ডীদাসে কয়,                 যেবা সেই হয়,
ভালে ভুলাইলে কাজ।
সঙ্গের সঙ্গিনী,                 বঞ্চিতে নারিবে,
কিবা কর আর লাজ।।*

————–

রসোদ্গার ।। সিন্ধুড়া ।।

রসিয়ার – রসিকের।

* পদকল্পতরুতে কৃষ্ণপ্রসাদের ভণিতাযুক্ত দৃষ্ট হয় বস্তুতঃ তাহা নহে। পদসমুদ্রগ্রন্থে চণ্ডীদাসের ভণিতা আছে। পদসমুদ্র ১৬০৫।<

Super User