তুমি কি এখনো সারারাত
জোছনা দেখো
তুমি কি এখনো আগের মতই
গান লিখো

তোমার সে স্বপ্ন
কি এখনো নতুন
নতুন দিনের হলো কি শুরু
নাকি শেষ

তুমি কি এখনো সে দিনের কথা
মনে করো
তুমি কি এখনো আকাশের পানে
চেয়ে সুর খোঁজ
নিঝুম রাতের তারারা কি এখনো
তোমাকে খোঁজে
অশ্রুকণা গুলো কি এখনো
বৃষ্টি হয়ে নামে

তোমার সে স্বপ্ন
কি এখনো নতুন
নতুন দিনের হলো কি শুরু

তোমার ঐ চোখের মাঝে
এখনো কি তারারা হাসে
রাতের পাখিরা কি এখনো
তোমায় ডাকে

ভালো নেই বলে কি
থেমে যাবে তোমার সবই
চেয়ে দেখো সে জোছনা তাকিয়ে আছে
তোমার পানে

তুমি তো এখনো ঘুমিয়ে আছো
আমারি মাঝে
আয়নায় মোর প্রতিচ্ছবি
সে তো আমি নই
তুমি

——————
ব্যান্ড – ওয়ারফেইজ
এ্যলবাম – অসামাজিক<

Super User