একরাশ বিপদের মাঝখানে শুয়ে আছি
কানাঘুষা শোনা যায়
বসন্ত এসে গেছে

কবিদের মৃতদেহ
চাপা পড়ে কাগজে
বসন্ত এসে গেছে

তাঁর ছেঁড়া যন্ত্রের মাঝখানে শুয়ে আছি
আমলকি বনে শোন
বসন্ত এসে গেছে

দূর হোক বানানের অকারণ চিন্তা
ই ঈ উ ঊ
ফাঁকা হোক ফুটপাতে হাঁটবো আরামে
কোকিলের ডাকে গুঁটি ফেলবো ক্যারামে
কেউ কানে কানে বলে গেল
শোনা গেছে খবরে
বসন্ত এসে গেছে

পূর্ণিমা রাতে ঐ ছোটাছুটি করে কারা
টুঁটি টিপে ধরে প্রেম
বসন্ত এসে গেছে

রঙ লাগে শরীরের
ভাজে ভাজে ডালপালা
মুকুলের সন্ধানে
বসন্ত এসে গেছে

এই বসন্তে
কয়েক বছর আগে
তোমায় প্রথম দেখেছিলাম আমি
হেঁটেছিলাম ভুট্টা মাঠের পথে
সেই বসন্ত এখন ভীষণ দামি
আমার কাছে
তোমার কাছে
আমার কাছে

—————-
শিরোনামঃ বসন্ত এসে গেছে (Bosonto Ese Geche)
শিল্পীঃ অনুপম রায়
কথাঃ অনুপম রায়
সঙ্গীতঃ অনুপম রায়
মুভিঃ চতুষ্কোণ (২০১৪)<

Super User