শুধু তোমায় ভেবে ভেবে
কত দিন রাত গেছে বয়ে
তুমি এসেই চলে গেছো
শুধু ভোরের স্বপ্ন হয়ে

তুমি না লেখা কোনো কবিতায়
যেন অনেক বলা কথা
তুমি দগ্ধ দিনের পরে
নীল রাতের নীরবতা

তুমি না পাওয়া যন্ত্রণা
আজ আমার গেছে সয়ে
তুমি এসেই চলে গেছো
শুধু ভোরের স্বপ্ন হয়ে

তুমি বৃষ্টি থামার পরে
ভেজা সুখের রিনিরিন
তুমি চৈত্র শেষের ঝড়ে
যেন দমকা হাওয়ার দিন

তুমি মিথ্যে প্রতিশ্রুতি
আমি বেড়াই বুকে নিয়ে
তুমি এসেই চলে গেছো
শুধু ভোরের স্বপ্ন হয়ে

শুধু তোমায় ভেবে ভেবে
কত দিন রাত গেছে বয়ে
তুমি এসেই চলে গেছো
শুধু ভোরের স্বপ্ন হয়ে

শুধু তোমায় ভেবে ভেবে

———
শুভমিতা বন্দ্যোপাধ্যায়

http://www.youtube.com/watch?v=Mtsz2HGWon0<

Super User