কাজের শেষে ঘরে ফেরা মানুষ
দিনের শেষে ঘরে ফিরে চলে
সূর্য তখন অস্ত গেছে বুঝি
পাখিরা সব ওড়ে দলে দলে|

একদিন, এক সন্ধ্যারাতে আমি
তোমায় দেখে ভেবেছিলাম, জেনো,
ও কাজের শেষে ঘরে ফেরা মানুষ
তুমি আমার মুখের গল্পরেখা চেনো|

ক্লান্ত ডানা গুটিয়ে রেখে তুমি
গাড়ির ভিড়ে একলা বসে আছ
আবার যখন চোখ তুলেছি আমি
দেখি কোথায় তুমি হারিয়ে যেন গেছ|

হয়তো …

হয়তো তুমি ভিড়ের মধ্যে থাকো
অনেক মানুষ অনেক রকম মায়া
এক আধ ঝলক ঘরে ফেরার স্রোতে
ক্লান্ত শ্রান্ত কালো মুখে ছায়া|

তুমি হয়তো গানের শরীর হবে
ভিড়ের কোণে গুটিয়ে থাকো তুমি
এই শহরে তোমার মুখে আমি
দেখি আমি আমার জন্মভূমি|

তুমি আমার গানের শরীর হবে
ভিড়ের কোণে গুটিয়ে থাকো তুমি
এই প্রবাসে তোমার মুখে আমি
দেখি আমি আমার জন্মভূমি|

হয়তো …

Super User