পাগলা, মনটারে তুই বাঁধ।
কেন রে তুই যেথা সেথা পরিস প্রাণে ফাঁদ
শীতল বায়ে আসলে নিশি,
তুই কেন রে হোস উদাসী?
ওরে নীলাকাশে অমন ক’রে হেসেই থাকে চাঁদ।
শৈলশিরে সোনার খেলা
দেখিস যবে প্রভাতবেলা,
তুই কেন রে হোস উতলা দেখে মোহন ছাঁদ?
করুণ সুরে গাইলে পাখি
তোর কেন রে ঝরে আঁখি?
কবে তুই মুছবি নয়ন, ঘুচবে মনের ধাঁদ
সংসারেতে উঠলে হাসি
তুই শুনিস রে ব্রজের বাঁশি।
ওরে ভাবিস কি রে সবই গোকুল, সবই কালাচাঁদ?
কতই পেলি ভালোবাসা,
তবু না তোর মেটে আশা।
এবার তুই একলা ঘরে নয়ন ভ’রে কাঁদ।<
পাগলা মনটারে তুই বাঁধ
- Details
- Super User
- লিরিক্স
- Category: বিবিধ লিরিক্স
- Read Time: 1 min
- Hits: 47