নব সজল জলদ কায় |
কালো রূপ হেরিলে আঁখি জুড়ায় ||
কপালে সিন্দুর, কটিতে ঘুংগুর, রতন নূপুর পায় |
হাসিতে হাসিতে কত,
দানব দলিছে, রুধির লেগেছে গায় ||
অতি সুশীতল চরণ-যুগল, প্রফুল্ল কমল-প্রায় |
কমলাকান্তের মন নিরন্তর, ও চরণে
ভ্রমর হইতে চা

Super User