জীবন চলার পথে ওগো বন্ধু
তোমাকে করেছিলাম সাথে
সুখে দুঃখে হাসি আর কান্নায়
জীবন ছিল মাখামাখি

আজ তুমি কাছে নেই
আছো কোন সুদূরে
তোমাকে হারায়ে শুধু
ভাসি আঁখিনীরে
কান্না ভরা মন
মানে না বারণ
জেগে কাটাই সারা রাতি

নিশিদিন তোমার ছবি
ভাসে দুই নয়নে
বাতাসে সুরভি ঢেলে
বলে কানে কানে
সইতে হবে গো
ক্ষণিকের জ্বালা
হাসি কান্নায় মিশে থাকি

—————–
মোহাম্মদ ইব্রাহীম<

Super User