জাগাও পথিকে, ও যে ঘুমে অচেতন।
বেলা যায়, বহু দুরে পান’নিকেতন।
থাকিতে দিনের আলো
মিলে সে বসতি ভালো
নতুবা করিবে কোথা যামিনী যাপন।
কঠিন বন্ধুর পথ
বিভীষিকা শত শত
তবু দিবাভাগে নিদ্রাগত
একি আচরণ।<
জাগাও পথিকে, ও যে ঘুমে অচেতন
- Details
- Super User
- লিরিক্স
- Category: বিবিধ লিরিক্স
- Read Time: 1 min
- Hits: 57