হে গোবিন্দ গোপিনাথ
কৃপা করি রাখ নিজ সাথে |
কামক্রোধ ছয় জনে লৈয়া ফিরে নানা স্থানে
বিষম ভুঞ্জায় নানামতে || ধ্রু ||
হইয়া মায়ার দাস করি নানা অভিলাষ
তোমার স্মরণ গেল দূরে |
অর্থলাভ এই আশে কপট বৈষ্ণব-বেশে
ভ্রমিয়া বুলিয়ে ঘরে ঘরে ||
অনেক দুঃখের পরে লৈয়াছিলা ব্রজপুরে
কৃপা ডোর গলায় বাঁধিয়া |
দৈবমায়া বলাত্কারে খসাইয়া সেই ডোরে
ভবকূপে দিলেক ডারিয়া ||
পুন যদি কৃপা করি এ জনার কেশে ধরি
টানিয়া তোলহ ব্রজভূমে |
তবে সে দেখিয়ে ভাল নহে বোল ফুরাইল
কহে দীন নরোত্তমদাস ||<
হে গোবিন্দ গোপিনাথ কৃপা করি রাখ নিজ সাথে
- Details
- Super User
- লিরিক্স
- Category: বিবিধ লিরিক্স
- Read Time: 1 min
- Hits: 269