জীবন যদি জীবন হয়
.             ‘জয়’ কে তুই আপন কর
স্বর্গ যদি কোথাও থাকে
.            নামাও তাকে মাটির ‘পর |

এই দুঃখ তো নয় চিরদিন
এই কষ্ট তো নয় চিরদিন
এ’দিন যাবেই যাবে এ-আজ
যেমন গেছে হঠাৎ এ-দিন
আবার হবে পৃথিবীটা
.             বসন্তেরই এ-জীবন |
( স্বর্গ যদি কোথাও থাকে নামাও তাকে মাটির ‘পর )

সকাল-সন্ধ্যা রঙিন করে
.             সুনীল আকাশ রূপকার
এ-গান শোনায় পৃথিবী শোন
.            বাতাসে তার এ ঝংকার
এ দেশটাকে আবার পরাও
.            নতুন সাজের অলংকার |
( স্বর্গ যদি কোথাও থাকে নামাও তাকে মাটির ‘পর )
মরণ আসে নানান্ বেশে
.             বসনে তার অন্ধকার
মানাতে হার সে কি পারে
.             নিজেই সে তো মেনেছে হার
নতুন প্রভাত জেগে ওঠে তার
.             নব জীবন হল রে ভোর |
( স্বর্গ যদি কোথাও থাকে নামাও তাকে মাটির ‘পর )

*************************

কথা – শিবদাস বন্দ্যোপাধ্যায়
সুর – সলিল চৌধুরী
শিল্পী – রুমা গুহঠাকুরতার পরিচালনায় ক্যালকাটা ইয়ুথ কয়্যার<

Super User