যাওয়ার আগে যাব না আমি তোমাকে না বলে
শেষ দেখা আর শেষ কথা তাই, হবে না তা’ না হলে॥

কত কথা ছিল তোমাকে বলার
কত সে গল্প বেলা-অবেলার

বলতে গিয়েও পারিনি বলতে
.               সময় গিয়েছে চলে॥

কতবার ডেকে বলেছ — “শোনো”
শুনতে চাও নি তুমি তা’ কখনো
মনের কথা মনেই রেখেছি
.                যা ছিল মনের অতলে॥

. *************************

কথা – শিবদাস বন্দ্যোপাধ্যায়
সুর – কল্যাণ সেন বরাট
শিল্পী – নির্মলা মিশ্র<

Super User