কোলকাতা কোলকাতা
কিছু গান কিছু কথা
কিছু প্রেম-প্রীতি ভালবাসা দিয়ে গড়া
.                 আধুনিক রূপকথা
.                কোলকাতা কোলকাতা॥

হিপি আর হিপিনী মিসিসিপি বিকিনী
আদ্দিস আবাবা বর্মী কি জাপানী
.                মিলে মিশে একাকার অপরূপ সভ্যতা॥

যত মত তত পথ মিছিলেই হাঁটে পথ

মিলে মিশে একাকার যেন এক গল্প তা’
.                 কোলকাতা কোলকাতা॥

. *************************

কথা – শিবদাস বন্দ্যোপাধ্যায়
সুর – শৈলেন মুখোপাধ্যায়
শিল্পী – ইলা বসু
১৯৯৫

 <

Super User