যদি হেরিবে হৃদয়াকাশে প্রেম-শশধর,
তবে সরাইয়া দেহ তমো মোহ জলধর।
চির মধুরিমা মাখা, প্রকাশিত হবে রাকা;
ফুটিয়া উঠিবে প্রীতি তারকা নিকর।
ঢালিবে অমৃতধারা, প্রেমশশী, প্রীতি তার;
ভাসাইয়া দিবে পিপাসিত চরাচর!
ভকতি চকোর তোর, উল্লাসে হইয়া ভোর,
সে সুধা প্লাবনে সন্তরিবে নিরন্তর!<
যদি হেরিবে হৃদয়াকাশে প্রেম-শশধর
- Details
- Super User
- লিরিক্স
- Category: বিবিধ লিরিক্স
- Read Time: 1 min
- Hits: 71