পাপ রসনারে হরি বল
ওরে বিপদভঞ্জন হরি ভকত বৎসল
নাম করবে সম্বল সার কর পদতল।।
হরিপদ ছায়াতলে যে জন শরণ লয়
তার কি বিপদ ভীতি রাখে দয়াময়?
তারে বিতরি অভয় দেয় শরণ অচল।।
চেতনা দিয়াছে যেই, চেতনা থাকিতে তোর
ডাক সে চেতনাধারে ত্যাজি ঘুমঘোর
যেন দুনয়নে লোর নামে বহে অবিরল।।<
পাপ রসনারে হরি বল
- Details
- Super User
- লিরিক্স
- Category: বিবিধ লিরিক্স
- Read Time: 1 min
- Hits: 119