সেই চন্দ্র সেই তপন সেই উজল তারা।
সেই হিমাদ্রি সেই গঙ্গা সেই সিন্ধু ধারা।।
সেই ভীম অতল জলধি নাহি যার কূল কিনারা।
সেই কুঞ্জ কুসুম পুঞ্জ অলিকুল মাতোয়ারা।।
সেই হলদিঘাট, যার মোছেনি রক্তধারা।
সেই পাণিপথ, সেই চিতোর করিছে সবে ইসারা।।
পর পদতল লেহনপটু স্বজন বন্ধু যারা।
দৈন্য দুঃখ আনিল গেহে এমনি লক্ষ্মীছাড়া।।<
সেই চন্দ্র সেই তপন
- Details
- Super User
- লিরিক্স
- Category: বিবিধ লিরিক্স
- Read Time: 1 min
- Hits: 95