চতুর্দিকে ভীষণ আঁধার
বিষণ্ণ সবই
আমি তখন একলা ঘরে কাহারে ভাবি?
কাহারে ভাবি?

চতুর্দিকে ভীষণ আঁধার
বিষণ্ণ সবই
আমি তখন একলা ঘরে কাহারে ভাবি?
তাহারে ভাবি।

কালা পানি, ভালা নয়তো
কেউ চায়না দিতে সায়
আমি দেখি তাহার ভিতর কাহার মুখ দেখা যায়।

এমন আঁধার এমন কালায়
পথ হারাইয়া পথ
কিসের ভেতরে আমি পাবো যে তাহার

————–
মেঘদল
অ্যালবামঃ দ্রোহের মন্ত্রে ভালোবাসা<

Super User