চার চার চৌকো জানালায়
আমায় দেখে হাতটা বাড়ায়।

আকাশ দেখে দিচ্ছি ছুট
মাথার ভেতর শব্দজট
আমার চোখে লাগায়।

আকাশ আমার আমি তোমার কাছে যাবো
আমার চৌকো আকাশ আমি তোমার

————
মেঘদল
অ্যালবামঃ শহরবন্দী
কথা/সুর – মেজবাউর রহমান সুমন<

Super User