যদি হিমালয় আল্পসের সমস্ত জমাট বরফ একদিন গলেও যায়
তবুও তুমি আমার
যদি নায়েগ্রা জলপ্রপাত একদিন সাহারার কাছে চলেও যায়
তবুও তুমি আমার

যদি প্রশান্ত মহাসাগরে এক ফোটা জল আর নাও থাকে
যদি গঙ্গা ভোলগা হোয়াংহো নিজেদের শুকিয়েও রাখে
যদি ভিসুভিয়াস ফুজিয়ামা একদিন
জ্বলতে জ্বলতে জ্বলেও যায়
তবুও তুমি আমার

যদি পৃথিবীকে ধ্বংস করতে একদিন তৃতীয় মহাযুদ্ধ বাঁধে
যদি নিভেও যায় কোন দিন যতটুকু আলো আছে
ঐ সুর্য আর চাঁদে
যদি সাইবেরিয়ার তুষারে কখোনে সবুজ ফসল ফলেও যায়
তবুও তুমি আমার

————————-
মান্না দে<

Super User