প্রতিটি চিঠিতে
তুমি যে লিখিতে
ভুলনা আমায়
সেই তুমি ভুলে গেলে
এই আমাকে
আমি তো ভুলিনি তোমায়

কতটুকু দোষ ছিল
একবার তুমি যদি বলতে
বিরহ আগুনে
হত না এমন করে জ্বলতে
কি এমন সুখ পেলে
কাঁদিয়ে আমার
আমি তো ভুলিনি তোমায়

কাছে এসে প্রেম দিয়ে
যেই তুমি বুকে টেনে তুলতে
সেই তুমি আমাকে
কি করে বলছ বলো ভুলতে
কিযে ক্ষতি করে গেলে
বোঝানো দায়
আমি তো ভুলিনি তোমায়

—————–
মনি কিশোর<

Super User