সজনি কে কহ আওব মধাঈ |
বিরহপয়োধি পার কিএ পাওব
মঝু মনে নহি পতিআঈ ||
এখন তখন করি দিবস গোঙায়লু
দিবস দিবস করি মাসা |
মাস মাস করি বরস গোঙায়লু
ছোড়লু জীবনক আসা ||
বরিখ বরিখ করি সময় গোঙায়লু
খোয়ালুঁ কানুক আসে |
হিমকরকিরণে নলিনি জাদ জারব
কি করব মাধব মাসে ||
অঙ্কুর তপন তাপ জদি জারদ
কি করব বারিদ মেহে |
ইহ নব জৌবন বিরহ গোঙায়ব
কি করব সে পিয়া নেহে ||
ভনই বিদ্যাপতি সুন বর জৌবতি
অব নহ হোই নিরাশ |
সো ব্রজনন্দন হৃদয় আনন্দন
ঝটিতি মিলিব তুঅ পাস ||
সজনি কে কহ আওব মধাঈ (প্রতীক্ষমাণা)
- Details
- Super User
- লিরিক্স
- Category: বিবিধ লিরিক্স
- Read Time: 1 min
- Hits: 81