বাবার বাড়ি এই গেরাম শ্বশুর বাড়ি ওই
তবে তোমার বাড়ি কইগো নারী
তোমার বাড়ি কই?

শিশুকাল আর কৈশোর কাটে বাবার আশ্রয়ে
যৌবন কাটে স্বামীর কাছে শ্বশুরালয়ে
আবার বৃদ্ধ বয়সে আশ্রয় নাই আর ছেলের কাছে বই।
তবে তোমার বাড়ি কইগো নারী
তোমার বাড়ি কই?

জনম ভরে ভাত রাঁধিলে পরের হা৬ড়িতে
আপন ভেবে বাস করিলে পরের বাড়িতে
যেমন পরের ঘরে বেঁধে বাসা বাস করে চড়ই।
তবে তোমার বাড়ি কইগো নারী
তোমার বাড়ি কই?

নকুল কয় নিজের ঠিকানা খুঁজলে না ভবে
মহাকালের পালকি যেন এসে পড়ে কবে
সেদিন বুঝতে পারবে তুমি-আমি এ দেশের কেউ নই!
তবে দেশের বাড়ি কই আমাদের দেশের বাড়ি কই
আসল বাড়ি কই আমাদের আসল বাড়ি কই?

——————–
নকুল কুমার বিশ্বাস
অ্যালবাম: সাধের মাইয়া<

Super User