দামিনীর লক্ষ জ্বালার ঝলকানিতে শিউলি কাঁপে হায়,
দেউলে শেষের প্রদীপ হয়নি দেওয়া মজনু ফিরে যায়,
কেন হায় মজনু ফিরে যায়  |
চাঁদিমায় হাসনুহানা হাসছে দেখ লজ্জা নাহি পায়,
দেউলে শেষের প্রদীপ হয়নি দেওয়া মজনু ফিরে যায়,
বাদলা রাতে কাজলা আঁখি ঝরে  বুঝি কার মন কেমন করে
বাগিচায় ফুল ফোটার খেলা  আকাশে সিতারার মেলা
প্রীতমের রাত জাগার পালা হলো শেষ এই অবেলায়
দেখ গো লজ্জাবতী লজ্জা পেয়ে ঘোমটা টানে হায়,
দেউলে শেষের প্রদীপ হয়নি দেওয়া মজনু ফিরে যায়,
কেন হায় মজনু ফিরে যায় |

————-
কথা :        তপন সিংহ
চলচ্চিত্র :  আপনজন<

Super User