দিয়ে গেছি সবই তবু দিলে ফাঁকি
ভবনদী পারে আজও বসে থাকি |
কবে তব দয়া হবে   ত্রিতাপ জুড়াবে যবে
ওগো কৃপাময়ী করুণাতে তব
আলোর পরস পাবে আঁখি  |

—————
কথা     :  তপন সিংহ
চলচ্চিত্র :  কেদার রাজা<

Super User