শত বরষার জল চোখে ছিল টলমল
আমার জন্য শুধু এক ফোঁটা জল তুমি ফেললে না
যাবার বেলায় তুমি কোন কথা আমাকে বললে না
কেন বললে না…এক ফোঁটা জলও তুমি ফেললে না

বিদায় দিলে না বিদায় নিলে না
মনে হলো আমি যেন অপরিচিত
অথচ তোমায় নিয়ে কাব্য করেছি আমি …(?) মত
কিদারুন অভিমানে হৃদয়ের …(?) তুমি খুললে না
কেন খুললে না…এক ফোঁটা জলও তুমি ফেললে না

আপনও হলে না পরও হলে না
হয়ে আছো অলেখা কাগজের মত
নীরবে চলে গেলে বুকে নিয়ে একরাশ মৌনব্রত
কেন যে আমার নামে একটুও অভিযোগ তুললে না
কেন তুললে না…এক ফোঁটা জলও তুমি ফেললে না

——————–
তপন চৌধুরী

(প্রুফরীড)<

Super User