তুমি কেমনে এত নিঠুর হইলা
অন্তর পোড়াইয়া
ভালোবাসার সব শিখাইয়া
না চাইলা ফিরিয়া

দুঃখ আমার ভালোবাসা
দুঃখ আমার জীবন
আমার দুঃখের মাঝে সুখ খুঁজেছি
সারাটা জনম
তুমি কাছে আইসা দুঃখটারে
বাড়াইয়া গেলা

এই জনমে তোমার আমার
হইব নারে মিলন
আমার বুকের ভিতর আগুন জ্বলে
তুষেরই মতন
আমি আরেক জনম চাইব শুধু
তোমারও লাগিয়া

—————–
তপন চৌধুরী<

Super User