না-না-না ফুটলনারে ফুল
না-না-না উঠলনারে চাঁদ।
এখানে বাঁশীতে ইসারা শুনিনি।
কাজললতা ধরি প্রদীপের শিষে হায়
আমারে কাঁদায়ে দেখি সে প্রদীপ নিভে যায়
এখনো নয়নে কাজল আঁকিনি।
কিসের ধ্বনি শুনে দ্বারে আমি ছুটে যাই
বাতাস ছলনা করে নানা বাঁশী তার বাজে নাই
এখনো চরণে নূপুর বাঁধিনি।

————-
সুর ও শিল্পী : শচীনদেব বর্মন

Super User