তুয়া অপরূপ রূপ হেরি দূরে সঞে
লোচন মন দুহুঁ ধাব |
পরশক লাগি আগি জলু অন্তরে
জীবন রহ কিয়ে যাব ||
মাধব তোহে কি কহব করি ভঙ্গী |
প্রেম-অগেয়ান- দহনে ধনি পৈঠলি
জনু তনু দহত পতঙ্গী ||
কহত সম্বাদ কহই না পারই
কাহে বিশোয়াসব বালা |
অনুখন ধরণী- শযনে কত মেটব
সুতনু অতনু-শর জ্বালা ||
কালিন্দী-কূল কদম্বক কানন
নামে নয়নে ঝরু বারি |
গোবিন্দদাস কহই অব মাধব
কৈছে জিয়বি বরনারী ||<
তুয়া অপরূপ রূপ হেরি দূরে সঞে
- Details
- Super User
- লিরিক্স
- Category: বিবিধ লিরিক্স
- Read Time: 1 min
- Hits: 52