মন্দির বাহির কঠিন কপাট।
চলইতে শঙ্কিল পঙ্কিল বাট।।
তহি অতি দূরতর বাদলদোল।
বারি কি বারই নীল নিচোল।।
সুন্দরী কৈছে করবি অভিসার।
হরি রহ মানস সুরধুনী পার।। ধ্রু ।।
ঘনঘন ঝনঝন বজরনিপাত।
শুনইতে শ্রবণ-মরম জরি যাত।।
দশদিশ দামিনীদহন-বিথার।
হেরইতে উচকই লোচনভার।।
ইথে যদি সুন্দরি তেজবি গেহ।
প্রেমক লাগি উপেখবি দেহ।।
গোবিন্দদাস কহ ইথে কি বিচার।
ছুটল বাণ কিয়ে নয়নে নিবার।।<

Super User