যব তুঁহু লায়ল নব নব নেহ।
কেহু না গুণল পরবশ দেহ।।
অব বিধি ভাঙ্গল সো সব মেলি।
দরশন দূলহ দূরে রহু কেলি।।
তুহুঁ পরবোধবি রাইস সজনি।
যৈছন জীবয়ে দুয়-এক রজনী।।
গণইতে অধিক দিবস জনি লেখ।
মেটি গুণায়োবি দুয়-এক রেখ।।
তাহে কি সংবাদব পরমুখে বাণী।
কি কহিতে কিয়ে পুন হোয়ে না জানি।।
এতহুঁ নিবেদল তুয়া পাশে কান।
গোবিন্দদাস তাহে পরমাণ।।<
যব তুঁহু লায়ল নব নব নেহ (বিরহপ্রবোধ)
- Details
- Super User
- লিরিক্স
- Category: বিবিধ লিরিক্স
- Read Time: 1 min
- Hits: 85