মন ভালো নাইরে
মন কি যে চায় রে
মন যে তা জানে না
মনকে বুঝাইলে
মন আর কিছু মানে না
মন ভালো নাই আমার
কেউ তো তা জানে না
মনে বলে কিছু আছে
কেউ বুঝতে চায় না

এক পাহাড় অভিমান
এক সাগর পিছুটান
এক হাজার সংগ্রাম (?)
সারা জীবন টানলাম

আপন আর আপন নাই
এই আছে এই যায়
দুঃখের এই সংসারে
সুখ আছে ফুঁ দিয়ে

—————–
এল আর বি, আইয়ুব বাচ্চু<

Super User