তোমাকে ভালোবেসে জীবনে শুধু জ্বালা
তবুও তোমাকে কি কখনো যাবে ভোলা
তুমি একটু দাঁড়াও বলে যাও আমায়
নেই কি আমার প্রয়োজন
ঐ রাতের চাঁদ যদিবা হারায়
তারাও কি হারায় কখন
বলে যাও আমায়, বলে যাও আমায়…

(অসম্পূর্ণ)
————-
আইয়ুব বাচ্চু<

Super User