রক্তগোলাপ ছিল হৃদয়ে
এখন সেখানে শুনি হাহাকার
বৃষ্টির মতো রক্ত ঝরে
শুনবে সেখানে গান কান্নার।।

আকাশে কেটে যাওয়া ঘুড়ির মতো
মনে হয় আমি বড় একাকী ।।
অসহায় চোখ নিয়ে চেয়ে দেখি
সুবিশাল আকাশের পারাপার।

রাতেরও ভূবন জুড়ে ঘুরে ঘুরে
পাড়াগাঁর আমি যেন জোনাকি ।।
বুকেরও আগুন জ্বলে থেকে থেকে
সে আলোকে পথ চলি আঁধারে।

————–
সুর, সংগীত ও শিল্পীঃ আইয়ুব বাচ্চু
কথাঃ হেনা ইসলাম
এ্যালবামঃ রক্ত গোলাপ (১৯৮৬)<

Super User