রাত কত রাত জানিনা,
ভীরু পায়ে তুমি এলে ভুবনে আমার।।

মায়াময় রাত জোছনার আলো ছড়ানো,
তোমার সুখের মাধুরী এ চোখে জড়ানো।।
পলক পড়েনা তাই,
ভালোবাসা তুমি যে আমার।।
রাত কত রাত জানিনা,
ভীরু পায়ে তুমি এলে ভুবনে আমার।।

ঘুমে জাগরণে বারেবারে তুমি এসে,
হিয়ারও বাধনে বেঁধেছ যে হেসে হেসে।।
মরেছি তোমার প্রেমে,
ভালোবাসা তুমি যে আমার।।

————–
সুর, সংগীত ও শিল্পীঃ আইয়ুব বাচ্চু
কথাঃ হেনা ইসলাম
এ্যালবামঃ রক্ত গোলাপ (১৯৮৬)<

Super User