বাদল ঝুম ঝুম বোলে
না জানি কি বলে!
বুঝিতে পারি না কথা,
তবু নয়ন উছলে।।
কাহার নূপুর ধ্বনি
শুনাইছে আগমনী?
বিরহী পরান তারে যাচে;
আশা-ময়ুরগুলি পুছ মেলি নাচে।
রাখিব পরানখানি তার চরণতলে।।<
বাদল ঝুম ঝুম বোলে
- Details
- Super User
- লিরিক্স
- Category: বিবিধ লিরিক্স
- Read Time: 1 min
- Hits: 60