তব চরণ তলে সদা রাখিয়ো মোরে;
দীনবন্ধু করুণা সিন্ধু, শান্তি-সুধা দিয়ো চিত্ত-চকোরে।।
কাঁদিছে চিত ‘নাথ নাথ’ বলি
সংসার কান্তারে সুপথ ভুলি;
তোমার অভয় শরণ আজি মাগি-দেখাও পথ অন্ধ তিমিরে।।
মন্দ ভালো মম সব তুমি নিয়ো,
দুঃখী জন-হিত সাধিতে দিয়ো,
হে নারায়ণ, দীনরুপে আসিয়ো, বাঁধিয়ো সবে মম প্রেম ডোরে।।<
তব চরণ তলে সদা রাখিয়ো মোরে
- Details
- Super User
- লিরিক্স
- Category: বিবিধ লিরিক্স
- Read Time: 1 min
- Hits: 159