হায়রে লুকাইয়া কয়দিন রই
দুটানা পিরিতের জ্বালা
কেমনে প্রাণে সইগো
লুকাইয়া কয় দিন রই।।
দুই দিনের প্রেম হইলে পরে
থাকতাম আমি আড়ে আড়ে গো।
প্রাণ সপেছি জন্মান্তরে
আউরী দিবাম কইগো।।
সাচ্ছা দুধের দধি বলে
চুন লইলাম মুখে মুখে তুলে গো।
জলেতে মুখ দ্বিগুণ জ্বলে
শীতল কিসে হইগো।।
বল্লে কি হয় মুখের বুলে
কাম করতে হয় কলাকৌশলে গো
উকিল বলে ধান না দিলে
চুঁছায় কি আর হবে খৈ।।<

Super User