http://www.youtube.com/watch?v=foMX5Nnl5YE

বকুল ফুল বকুল ফুল
সোনা দিয়া হাত কেনে বান্ধায়লি
শালুক ফুলের লাজ নাই
রাইতে শালুক ফোটে লো
রাইতে শালুক ফোটে
যার সাথে যার ভালবাসা
সেইতো মজা লোটে লো

শাওন ও ভাদ্রর মাসে
জামাই আদর করে লো
জামাই আদর করে
ইচ্ছে জামাই করবো আদর
দানাতো নাই ঘরে লো

আমার জামাই ধান বায়
হরিণ ডাঙার মাঠে লো
হরিণ ডাঙার মাঠে
সোনা দেহে ঘাম ঝরে
দুঃখে পরান ফাটে লো<

Super User