প্রসাদী – একতালা

ডাকরে মন কালী বলে।
আমি এই স্তুতি মিনতি করি, ভুল না মন সময়কালে॥
এসব ঐশ্বর্য ত্যজ, ব্রহ্মময়ী কালী ভজ।
ওরে ও পদপঙ্কজে মজ, চতুর্বর্গ পাবে হেলে॥
বসতি কর যে ঘরেতে, পাহারা দিচ্ছে যমদূতে,
ওরে পারবে না রে ছাড়ায়ে যেতে, কালফাঁসি লাগিবে গলে॥
দ্বিজ রামপ্রসাদ বলে, কালের বশে কাজ হারালে,
ওরে এখন যদি না ভজিলে, আমসী খাবে আম ফুরালে॥<

Super User